ইডেন মহিলা কলেজ লাইব্রেরী

ইডেন মহিলা কলেজ লাইব্রেরী

জাহানারা বেগম

 

 

বাংলাদেশ চিরসবুজের দেশ। চির সবুজের এই স্বাধীন বাংলাদেশের ঢাকায় অবস্থিত ইডেন মহিলা কলেজটি। শিক্ষা, সংস্কৃতির অন্যতম বিদ্যাপিঠ এই ইডেন মহিলা কলেজ। ১৮ একর জমির উপর দাঁড়িয়ে থাকা এই কলেজটি থেকে শুরু হতে এই পর্যন্ত লক্ষ লক্ষ ছাত্রীরা শিক্ষা লাভ করে বেরিয়ে দেশে বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে ও গৃহিনী রূপে অবস্থান করছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এই কলেজে পড়ালেখা করেছেন।

প্রতিদিন বিভিন্ন বর্ষের ২২টি বিভাগের হাজার হাজার ছাত্রীদের পদচারণায় মুখরিত হয় কলেজটি। অতীত শিক্ষার সব কিছু স্মরণ রেখে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের নতুনের মাত্রায় যোগ দিতে পায়ে পায়ে এগিয়ে চলেছে ইডেন মহিলা কলেজের ছাত্রীরা।

 

১৮৭৩ সালে স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯২৬ সালে কলেজ হিসেবে রূপান্তরিত হয়। ইডেন কলেজ গ্রন্থাগারটি প্রথমে প্রশাসনিক ভবনের ২য় তলায় শুরু হয়। সময়ের বিবর্তনে কলেজটি ধাপে ধাপে উন্নীত হতে থাকে ছাত্রীদের সংখ্যা ও বাড়তে থাকে। গ্রন্থাগারে বসে পড়ার প্রয়োজনীয়তা ও দেখা দেয়। প্রয়োজনে গ্রন্থাগার ভবনটি আলাদা করে দ্বিতল ভবন রূপে গড়ে উঠে। সকল বর্ষের সকল ছাত্রীরা এখন গ্রন্থাগারে বসে পড়ার সুযোগ পাচ্ছে। সকাল ৯টা থেকে ছাত্রীরা গ্রন্থাগারে আসতে শুরু করলে ও ১০টা থেকে তাদের উপস্থিতি বাড়তে থাকে। দলে দলে ছাত্রীরা গ্রন্থাগারে প্রবেশ করে পড়া লেখা করে। বই ইস্যু করে নিয়ে যায়, পত্রিকা পড়ে। নীচতলা ও দ্বিতীয় তলা দুই জায়গায় বসে পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও শিক্ষকবৃন্দের ও গ্রন্থাগারের দ্বিতীয় তলায় বসে পড়া লেখা করার জন্য আলাদা সু ব্যবস্থা আছে। বর্তমানে গ্রন্থাগারের সংগ্রহ সংখ্যা প্রায় ৪৬ হাজার। বিভাগীয় শিক্ষকদের চাহিদা মোতাবেক ছাত্রীদের জন্য গ্রন্থাগারের বই পুস্তক বই পুস্তক ক্রয় করা হয়ে থাকে। প্রতিবছর সরকারি বাজেট বরাদ্দ করার মাধ্যমে গ্রন্থাগারে বই সরবরাহ করা হয়ে থাকে। এ ছাড়া অধ্যক্ষ মহোদয় কর্তৃক এই বই কেনা হয়ে থাকে।

 

ছাত্রীদের রয়েছে বই পড়ার ব্যাপক আগ্রহ, আর তাই এখন প্রয়োজন মানসম্পন্ন নতুন নতুন বই ক্রয়। ছাত্রীদের বই পড়ার সুবিধার্থে এবং বই এর গুণগত মান বজায় রাখতে গ্রন্থাগার এর বই গুলো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ছাত্রীদের সুবিধার্থে করা যেতে পারে খুনৎধৎু অঁঃড়সধঃরড়হ ঝুংঃবস যা পাঠক এবং গ্রন্থাগার কর্মীদের সময় বাঁচাতে সাহায্য করবে। গ্রন্থাগারের ২টি বুকসর্টার পদ এবং ১টি গ্রন্থাগার সহকারী পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। ছাত্রীদের আরো উন্নত পাঠ্য সেবা প্রদানের জন্য এই পদ সমূহ পুরণ করা পয়োজন। শিক্ষার আসল উদ্দেশ্য ও লক্ষ্য হল জ্ঞানার্জন, আর সেই জ্ঞান কে জীবনের বাস্তব সমস্যার সমাধার হিসেবে প্রয়োগ, আর সেই লক্ষ্যেই এই গ্রন্থাগারটি নিবেদিত প্রাণ হিসেবে চিহ্নিত। একটি গ্রন্থাগার সৃষ্টি হয় কৃষ্টি ও ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ। এই গ্রন্থাগারটি জ্ঞান ভাÐার সমৃদ্ধ, আর তাই শিক্ষিত ছাত্রীদের মহামিলন কেন্দ্র গৌরবময় ঐতিহ্যে এই ইডেন কলেজ গ্রন্থাগার। বাংলাদেশে নারী শিক্ষায় অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে বেঁচে থাকবে সব সময়।