ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ
ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ
ড. মোছা: তছলিমা খাতুন
সহযোগী অধ্যাপক
সম্পাদক, ইডেন মহিলা কলেজ
রোভার গ্রুপ
শিক্ষা, শৃঙ্খলা, শান্তি এই মূলমন্ত্র নিয়ে ইডেন মহিলা কলেজের রোভার স্কাউট দলের পথচলা। ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের রোভারিং এর যাত্রা শুরু হয় ১৯৯৫ সালের ৫ই জানুয়ারি ২৫জন ছাত্রী নিয়ে রফিকুল ইসলাম স্যারের হাত ধরে ১টি প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে কৃতিত্বের সাথে এবং দুর্যোগ মোকাবেলায় ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট দল সর্বদা এগিয়ে।
বর্তমান ইডেন মহিলা রোভার স্কাউট দলের ‘ক’ এবং ‘খ’ ২টি দল সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। দলের পরিচালনার দায়িত্বে আছেন গ্রæপ সম্পাদক ড. তছলিমা খাতুন (সহযোগী অধ্যাপক ইসলামী ইতিহাস ও সংস্কৃতিক বিভাগ)।
স্কাউটিং হল বিশ্বব্যাপী সামাজিক সংগঠন। পড়ালেখার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও নৈতিক অনুশীলনের মাধ্যমে যোগ্য নেতৃত্বের গুনাবলী অর্জন ও আর্তপীড়িতের সেবায় বিলিয়ে দিয়ে ব্যক্তিগত জীবনের সাফল্য অর্জনের লক্ষ্যেই স্কাউট দীক্ষা নেয়।
স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর, কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুনাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। স্কাউট কার্যক্রমের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে:- হাতে কলমে শিক্ষা, ছোট-দল পদ্ধতিতে কাজ করা, ব্যাজ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান, মুক্তাঙ্গনে কাজ সম্পাদান তিন আঙ্গুলে সালাম ও ডান হাতে করমর্দন, স্কাউট পোশাক, স্কার্ফ ও ব্যাজ পরিধান, স্কাউট আইন এবং প্রতিজ্ঞা মেনে চলা। স্কাউটদের আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারে অনুশীলন, প্রতিজ্ঞা পাঠ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনের সমস্যা হতে হয়।
স্কাউট নেতৃত্বদানে করে তোলে পারদর্শ। ইডেন মহিলা কলেজের রোভার স্কাউটরা কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মার্চপাস্ট ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন বিভিন্ন সময়ে কলেজে শৃঙ্খলা রক্ষায়, বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচী, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এছাড়া ক্যাম্পিং, মুট, হাইকিং, জাম্বুরী, ট্রাকিং, ফাস্ট এইড, দড়ির কাজ, পাইওনিয়ারিং, রান্না, অনুমান, খেলা, বিভিন্ন সমাজ উন্নয়ন কার্যক্রম, জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ, জাতীয় আয়কর মেলা সহ বিভিন্ন কার্যক্রমে সফলতার সাথে অংশগ্রহণ করে আসছে ইডেন মহিলা কলেজের প্রশিক্ষণ প্রাপ্ত রোভার রা।
বর্তমানে রাস্তায় গাড়ি চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও পথচারীদের রাস্তা পারাপারে সচেতনটা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশদের সহযোগিতা করছে ইডেন মহিলা কলেজের রোভার গ্রুপের রোভাররা।
সর্বশেষ “আঞ্চলিক রোভার মুট-২০১৭”তে অংশগ্রহণ করে তাঁবু কলায় পর পর ২দিন বিশেষ পারদর্শিতা হিসেবে ২য় স্থান অর্জন করেছে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট দল। ২০১৭সালে অনুষ্ঠিত সারা বাংলাদেশ থেকে ১০জনের ১জন হয়ে সিনিয়র রোভার মেট রেজওয়ানা শারমিন গার্ল-ইন-রোভার স্কাউটের ভূটান শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে ৪জন রোভার এবং আর.এস.এল. দের নিয়ে রাঙ্গামাটি তে অনুষ্ঠিত “গার্ল-ইন-রোভার ওয়ার্কশপ” এ অংশগ্রহণ করেন রোভার রওশন আরা রশ্মি। ২০১০সালে রোভারদের সর্বোচ্চ এ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট রোভার স্কাউট” অর্জন করেন সিনিয়র রোভার মেট শাহ-শারমিন ইসলাম শ্রাবনী। এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন প্রোগ্রামে ইডেন মহিলা কলেজের মেধাবী স্কাউট রা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে নিয়মিত অংশগ্রহণ করছে।
সর্বপরি, ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট দেশের অন্যতম সেরা রোভার দল। আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার এবং সম্মানিত উপাধ্যক্ষ তাহমিনা আক্তারের দিক-নির্দেশনা ও ইডেন মহিলা কলেজ রোভার গ্রæপের সম্পাদক ড. তছলিমা খাতুনের সার্বিক তত্ত¡াবধানে অত্যন্ত দক্ষতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
“একজন স্কাউট সারাজীবনে সে স্কাউট। তার পরিচয় সে আজীবন স্বেচ্ছাসেবক। মানব, মানবতা, আর রোমান্সের সাথে সে থাকবে সবসময়।” -ব্যাডেন পাওয়েল