হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) ছাত্রীনিবাস

হোস্টেল সুপার:
মোসাম্মৎ আসমা পারভিন
সহযোগী অধ্যাপক
বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ

সহকারী হোস্টেল সুপার:
1. মোসাম্মৎ উম্মে সাল্মা নাইমা আলম
সহকারী অধ্যাপক
ইসলামিক ইতিহাস বিভাগ

ফোন :
ফ্যাক্স :
ইমেইল : info@eden.com
মোট রুম : ৪৪
মোট আসন :
হোস্টেলে শেষ ঢুকার সময় : ০৫:০০:০০ পূর্বাহ্ন
হোস্টেল থেকে বের হওয়ার সময় : ০৫:০০:০০ পূর্বাহ্ন

হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) ছাত্রীনিবাস

আসমা পারভীন

তত্ত্বাবধায়ক

 (অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ)

 

ইডেন মহিলা কলেজ উপমহাদেশের বৃহত্তম ও গৌরবোজ্জল নারী শিক্ষা প্রতিষ্ঠান। আজিমপুর এলাকার বিশাল জায়গা জুড়ে গাছগাছালির ছায়াঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে এই কলেজটি অবস্থিত। রাজধানী ছাড়াও বহু দূর দূরান্ত থেকে ছাত্রীরা এখানে পড়তে আসে। ছাত্রীদের আবাসিক সমস্য সমাধানের লক্ষ্যে স্থাপিত ৬টা ছাত্রীনিবাসের মধ্যে আয়তনে সর্বকনিষ্ঠ হলো “ হযরত আশেয়া সিদ্দিকা (রাঃ) ছাত্রীনিবাস” যা কলেজের প্রাণকেন্দ্র পুকুরের পূর্ব পাশে অবস্থিত। আয়তনে সর্বকনিষ্ঠ হলেও আলো ছায়াঘেরা শান্তিময় ও মনোরম পরিবেশে এর অবস্থান।

২০০৬ সালের ১লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই ছাত্রীনিবাসটির যাত্রা শুরু হয়। আজ থেকে প্রায় চৌদ্দশ বছর আগে আরব সমাজে নারী শিক্ষার পথিকৃৎ, ক্ষণজন্মা মহিয়সী নারী উম্মুল মোমেনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর নামানুসারে নামকরণ করেন তৎকালীন অধ্যক্ষ প্রফেসর জাহান- ই-শুলশান মাহমুদা খানম।

হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) ছাত্রীনিবাসটি ৪ তলা বিশিষ্ট এবং দুইটি বøকে বিভক্ত। ৪৪ টি কক্ষে ৩৬০ জন ছাত্রীর আবাসন ব্যবস্থা আছে। এছাড়া এখানে রয়েছে একটি অফিস কক্ষ, একটি নামাজ কক্ষ, একটি ডাইনিং হল এবং একটি রিডিং রুম। কক্ষের স্বল্পতার কারণে ডাইনিং হলেই ছাত্রীদের বিনোদনের জন্য টিভি রয়েছে। ডাইনিং হলে ক্যাফেটিরিয়া সিস্টেমে ছাত্রীরা নিজ নিজ পছন্দ ও সামর্থ্য আনুযায়ী প্রতিবেরয় খাবার কিনে খেতে পারে। হোস্টেল কর্তৃপক্ষ এবং উপদেষ্টা মন্ডলী নিয়মিত খাবারের মান পর্যবেক্ষন করেন যাতে করে ছাত্রীরা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারে। হোস্টেলের ছাত্রীদের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার সুবিধার্থে সি.সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

বর্তমানে হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) ছাত্রীনবিাসের তত্ত¡াবধায়কের দায়িত্ব পালন করছি আমি। সহকারী তত্ত¡াবধায়ক হিসাবে দায়িত্ব পালন করছে রসায়ন বিভাগের প্রভাষক মোছাঃ দিল আফরোজা চৌধুরী । এছাড়াও এখানে রয়েছে একজন অফিস সহকারী, ৩ জন গার্ড, ১জন প্লাম্বার ও ১ জন ইলেকট্রেসিয়ান। অফিস সহাকরী স্মৃতি সার্বক্ষণিক ছাত্রীদের সুবিধা অসুবিধা দেখাশুনা করে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় হোস্টেলটির সার্বিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। ছোট হোষ্টেল হিসাবে কিছুটা আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও আমাদের সর্বদাই আন্তরিক প্রচেষ্টা থাকে ছাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবাদানের।

বর্তমান শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় হোষ্টেলের ব্যবস্থাপনার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। হোষ্টেলের যে কোন সমস্যায় তিনি সবসময় তৎপর থাকেন ও সুচিন্তিত মতামত দিয়ে থাকেন। উপাধ্যক্ষ মহোদয়ও হোষ্টেল পরিচালনায় অত্যন্ত আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা দিয়ে থাকেন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় কলেজের অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি ভিজিলেন্স টিম গঠন করে দিয়েছেন। তারা নিয়মিত হোস্টেল পরিদর্শন করেন এবং হোস্টেলের নিয়ম শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাহায্য করেন।

এই হোস্টেল আয়তনে ছোট হওয়ায় এখানে আলাদা টিভি রুম ও ছাত্রীদের বিনোদনের জন্য কমনরুমের অভাব রয়েছে। তাছাড়া হোস্টেলের জন্মলগ্ন থেকেই কাঠমোগত বেশ কিছু ক্রটি থাকায় প্রায়ই অসুবিধার সম্মুখীন হতে হয়। জায়গার অভাবে এ হোস্টেলে একটু বাগানও করা যায় না। তবে ইতিমধ্যে হোস্টেলে সংস্কারের কাজ চলছে। আমার বিশ^াস মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সক্রিয় সহযোগিতা ও সদয় দৃষ্টি দিলে অচিরেই এই হোস্টেলে একটি টিভি রুম বা কমন রুমের ব্যবস্থা হয়ে যাবে। ছাত্রজীবন প্রতিটি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দময় অধ্যায়। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ছাত্রী থাকায় সীমিত সুযোগ সুবিধার মধ্যে ছাত্রীরা সহনশীলতার মনোভাব নিয়ে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন উৎসবে আনন্দে মেতে উঠে। এছাড়া কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই হোস্টেলের ছাত্রীদের সাফল্য ও নৈপূন্য প্রশংসনীয়। প্রতিবছর এই হোস্টেলের ছাত্রীরা পড়াশুনা শেষ করে তাদের মেধা ও মননশীলতার প্রকাশ ঘটিয়ে বিভিন্ন পেশায় সফল ও সার্থকভাবে কাজ করছে।

হোস্টেল কর্তৃপক্ষ ও কর্মচারীদের আন্তরিক কর্মদক্ষতা এবং কলেজ প্রশাসনের প্রত্যেক্ষ-পরোক্ষ সহযোগিতায় ছাত্রীরা নিয়মানুবর্তিতার সাথে হোস্টেলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে চলেছে।